ফিশারি ঘাটে নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাছের বিরুদ্ধে মোবাইল কোর্ট
মান্যবর জেলা মৎস্য কর্মকর্তা,জনাব ফারহানা লাভলী স্যারের নির্দেশনায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন স্থানে নিরাপদ মৎস্য নিশ্চিতকল্পে নিয়মিত অভিযান পরিচালিত হয়।এরই ধারাবাহিকতায় অদ্য ২২.০৭.২০২০ খ্রি. সকাল ৭:২০ ঘটিকা হতে চট্টগ্রামের সবচেয়ে বড় মাছের বাজার ফিশারি ঘাটে এবং রিয়াজুদ্দিন বাজারে জেলি পুশকৃত চিংড়ি ,রং মিশ্রিত মাছ, নিষিদ্ধ পিরানহা ও আফ্রিকান মাগুর মাছের বিরুদ্ধে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আনুমানিক ৭০ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। জেলি পুশকৃত চিংড়ি বিক্রির দায়ে বিক্রেতাদেরকে ১৫০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেনঃ
১. জনাব মোঃ টিপু সুলতান, উপসহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম।
২. জনাব গালিব চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, চট্টগ্রাম।
৩. জনাব মোঃ আবুল কালাম আজাদ, মৎস্য জরিপ কর্মকর্তা, জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম।
সহযোগিতায়ঃ স্থানীয় পুলিশ।
জেলি পুশকৃত চিংড়ি ,নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর ও রং মিশ্রিত মাছের বিরুদ্ধে জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রামের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস