Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উদ্ভাবনী উদ্যোগ/সেবা সহজীকরণ
ক্রম
উদ্ভাবনী উদ্যোগ/সহজীকৃত সেবা এর নাম
উদ্ভাবনী উদ্যোগ/সহজীকৃত সেবা এর সংক্ষিপ্ত বিবরণ
মন্তব্য
০১.
তথ্য বাতায়ন হালনাগাদ নিশ্চিতকরণ
জেলা মৎস্য অফিস, চট্টগ্রাম এবং এর আওতাধীন অফিস সমূহের তথ্য বাতায়ন নিয়মিত ভাবে হালনাগাদ করা হয়।  এর ফলে সেবা গ্রহীতাগণ অফিস সমূহের গুরুত্বপূর্ণ তথ্য হালনাগাদকৃত অবস্থায় সহজেই পেয়ে যায়। এতে অফিস সমূহের সাথে নাগরিকগণের যোগাযোগ ও সেবা প্রক্রিয়া দ্রুততার সাথে হয়ে থাকে। 

০২. অনলাইন সিস্টেমে (গুগুল শীট) রির্পোট ম্যানেজমেন্ট
জেলা মৎস্য অফিস, চট্টগ্রাম এর আওতাধীন অফিস সমূহ হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ রির্পোট (অভিযান, ভিজিএফ, ইলিশ উৎপাদন, জাতীয় মৎস্য সপ্তাহ ও প্রচারণা সংক্রান্ত) অনলাইন সিস্টেমে (গুগুল শীট) সংগ্রহ করা হয়। এতে আওতাধীন অফিস সমূহ ভিন্ন ভিন্ন ভাবে রির্পোট প্রেরণ না করে একই  অনলাইন সিস্টেমে ইনপুট দিয়ে থাকে। ফলে আলাদা করে কম্পাইল করা ছাড়াই একীভূত রির্পোট পাওয়া যায়। তাই রির্পোট ম্যানেজমেন্ট দ্রুত ও সহজতর হয়।